আজি তুমি চেয়ে আছ, কোন পথ পরে-
একাকী অপলকে যে- নয়নাভিরাম!
তব চোখের পাতায়- অশ্রু অনুপম,
একা একা চেয়ে থাকা; আপনার ঘরে-
ঝরিছে বকুলবীথি, এ ঘনান্ধকারে!
নীরব দুয়ার জুড়ে এই কথকতা;
তোমার রূপের লাগি- কাব্য নীরবতা
পূর্ণিমার চাঁদ বুঝি আমার নজরে।


আর নহে জেগো প্রিয়ে, নিদ্রা দেশে যাও-
চোখের পাতায় ঘুম- উষ্ণ বিছানায়!
তোমার রূপের তরে, বাসনা উধাও-
নীরবেতে মুখখানি, মোর আঙিনায়;
এলোচুল ঝরে পরে, আঁখি কোন পথে-
তোমাকে যে সাথি করি আপনার সাথে।
          -------