ডাগর চোখের কোণে, থমকে গিয়েছি
আজ! হারিয়েছি আমি, ওই আঁখি মাঝে-
পলক যে পল্লবিত - নবপ্রাণ সাঁঝে;
এমন চলার পথে, কাহারে হেরেছি!
দৃষ্টিপথে চোখ যেই- একাকী রেখেছি
মনের মলিন দ্বারে; বিকশিত লাজে
ও নয়ন পরে! যেন সেই সুর বাজে-
ক্ষণিক দেখার কালে, প্রশান্ত হয়েছি।


পলক ফেলিতে- তুমি গিয়েছ হারিয়ে,
খুঁজে খুঁজে হন্যে আমি, নয়নের বাঁক;
সেই নয়নের মায়া রাখিব জরিয়ে-
নয়নের রেখাখানি, বক্ষ মাঝে থাক।
কেন যে অবাক হই! কেন যে উতলা!
আমারে করেছ ঋণী শুভদৃষ্টি বেলা।
            ----------