নয়ন জলে কাজল করেছি, একেলা
অবেলায়; তোমারে যে হেরেছি- আহ্লাদে
আপনার মনে; কত কথকতা হৃদে,
উথলা লগন সম; কতই সুরেলা-
মোহিনী মনেতে তুমি; প্রণয়ের বেলা-
আমারে দেখেছ যেন প্রীতির আমোদে!
এই চেয়ে থাকা যেন- ষোলোকলা চাঁদে;
তোমাতে ভাসাই আজি, পরপার ভেলা।


কী বা লাবণ্য তোমার - মহারানিময়!
তোমার অবাক পথে করো নিমন্ত্রন;
আঁধার কেশের তলে আমার আশ্রয়-
তোমার রূপেতে জোড়া প্রণয় ভূবন।
তোমাতেই চেয়ে চেয়ে- চিত্ররূপে আঁকি;
কাব্য-কথা সাজাই যে, 'ভালোবেসে সখী'...
             ------