আহারে বালিকা তুমি! হৃদয়ের 'পরে-
এসো! তোমারে হেরিয়া- কত সাধ মেটে,
কত যুগ পরে যেন- কত পথ হেঁটে!
তোমার হাসিতে আজি- ঘরে সুখ ভরে,
অদিতি রূপেতে তুমি; বাঊলের দোরে-
তোমার নয়ন শোভা, নবপুষ্প ফোটে
বিষ্ণুপ্রিয়া বদনেতে- কত প্রেম জোটে;
তোমার বিলাস মূর্তি- জগতে, সংসারে।


ভুলিব না কোনোদিন, এই মুখ খানি-
তোমারে দেখিব আমি; বসন্ত বেলায়
শান্তির প্রকৃতি যেন দুয়ারেতে টানি!
ভেসে যে গিয়েছি আমি, হাসির মেলায়-
এমনিই থেকো তুমি, এই অনুরোধ;
আমার খুশির ঘরে- সব ঋণ শোধ।
        -------