আঁচলের ভেজা চুলে, ওগো সোহাগিনি!
ক্ষণিক দাঁড়ালে এসে, তোমার উদাস-
চোখে ঝরিতেছে জল, বহিছে বাতাস-
এলোচুলে, এলোকেশে; কতইনা চিনি,
নীরবে খেলিছে অলি, হৃদে প্রেমাঙ্গিনি-
তোমার চোখের তলে; রজনি প্রকাশ
তোমার রূপের দেশে! মোহিত আকাশ;
আমার চাহনি মাঝে- হও বিনোদিনী।


আজ কিছু দেখিব না, আকাশের তলে-
শুনিব না কোনো কিছু, কর্ণে এই বেলা;
চাহিব না কোনোখানে- মলিন আঁচলে!
দুলিব না এই জানি, দেখিব একেলা।
আজি শুধু চেয়ে রব, ওই আঁখি পানে-
হেরেছি তোমার রূপ- প্রভাতের ক্ষণে।
         ---------