পুরীর সমুদ্র পারে- ছোটো একখানি
গ্রাম! কতই চিত্র যে, ঘেরা চারিধারে
সুনিপুণ, সুদর্শন; প্রতি ঘরে ঘরে-
পটচিত্র এঁকে চলে সমুদয় গুণী।
প্রতি ঘরে, প্রতি জনে, পট-তুলি রঙে-
গড়ে চলে কথামালা; নিপুণ মায়ায়
জগতের সব ছবি চোখেতে হারায়;
আজিকে খেতাব পেল আপনার ঢঙে।


দুঃখ আছে, কান্না আছে, অনন্ত বিলাপ!
তবু সবে হাসি মুখে, করে প্রাণ দান-
সবে কত মিলেমিশে; ভুলে অভিশাপ,
আঁখিপাত ভরাইছে জীবন মহান!
'মহাপাত্র' গ্রামটিতে আজ কত সুর;
চিত্রপটে খ্যাতি পেল রঘুরাজপুর।
          -------