প্রিয়ে! আমি যে তোমারে হেরিয়াছি মনে,
একাকী নিভৃত ক্ষণে; বহুদূর থেকে-
প্রীতি সাথে, শুদ্ধ প্রেমে- অতি অপলকে!
রঙিন সে বাহারেতে, আপ্লুত দুজনে-
আজি রিক্ত বেলা শেষে ভুলিব কেমনে;
অতিদূরে চেয়ে চলি- তোমারেই ডেকে,
ক্ষণিক পরশ দাও- শূন্য মোর বুকে!
তব নাম সাথি করি এ বিরহ ক্ষণে।


আজ তুমি দেখিলে না, জানিলেনা কিছু!
তোমার সহজ কথা, আজ কত দূরে-
হৃদয়ে ভাসায়ে দিয়ে বসে আছি পিছু;
প্রণয়ের রৌদ্র ওঠে, মোর অন্তঃপুরে।
গহিন হৃদয়খানি আজ অসহায়-
আমার সকল সুখ তোমাতে মেলায়।
          --------