ওহে, সুনয়না তুমি! মালতী বদনে
দেখি, বসে আছ তৃণভূমি 'পরে- একা
কৃষ্ণগভীর কেশেতে; ঝরিছে যতনে,
একটি শিশির বিন্দু ললাটের সখা;
চন্দনমাখা রঙেতে, বদনেতে হাসি-
দুখানি ডাগর চোখে, কত মায়া ঢাকা;
বিনয়শুভ্র মুখেতে শুধু 'ভালোবাসি'-
ঠোঁট দুটি কথা বলে প্রণয় জ্যোতিকা।


ওই চেয়ে থাকা শুধু, সময়ের সাথে-
প্রকৃতির মাঝে যেন কদমের ফুল;
হৃদয় নাচিছে মোর, একুল ওকুল।
মোর বেলা কেটে যায়- ওই আঁখিপাতে
যতনেতে রেখে দিই, এই চিত্রহার;
দেখা হলে চিনে নিও সুবর্ণলতার।
         --------