কত ভাবনায় সাথি হয়ে আছ- প্রিয়ে
তুমি, তব মোহময়ী ক্ষণে; চেয়ে থাকা
সেই অপলক মনে- আমারেই ডাকা!
যেন সত্যভঙ্গ মাঝে; আলোপথ দিয়ে-
অলক্ষে আহ্বান করো তোমার ললাটে,
এই চিরন্তনী প্রেম; শুধু যে আমার-
ও প্রিয়দর্শিনী! তব দৃষ্টি সমাহার-
স্থাপিয়া যে আছো শুধু হৃদয়ের পটে।


আজ ভাবি, ভুল করে কেন চেয়ে থাকি!
দূরের আকাশ পানে; কেন কাছে ডাকি?
কেন সেথা ছুঁতে যাই! ওই নদীকূল-
কেন যে মোহিত হয়! দেখে নব ফুল;
আমি যে ভাঁটার পথে, তুমি যে উজানি
তোমার দিবস বেলা- আমার রজনি।
            --------