আজিকার দিনখানি- জাতীয় পতাকা
তলে, উচ্ছ্বাসে শোভিছে এ ভারতবর্ষে-
দেশ মাতৃকার তরে; সেদিনের হর্ষে
প্রতিটি বছর আসে! মনে করে থাকা-
শিশুসাথি মন জুড়ে রাঙাময় আঁকা;
'পঞ্চাশ সালেতে এল, বিধান পরশে-
পৃথক দেশের লাগি বীরত্ব সম্ভাষে!
ভারতসাগর পারে স্বাধীন বলাকা।


দিন যায়, দিন আসে- দিগন্তে বহিছে
'কদম কদম'! কত যেন আয়োজন,
রাজধানী থেকে- সুর সবে যে গাহিছে;
উষ্ণ শীতের বেলায় স্মৃতি রোমন্থন!
প্রজা আছে, তন্ত্র আসে- দেশের বিধান;
হাজার বিপদ মাঝে, তবুও প্রধান।
        ---------