তোমার নব যৌবন, তুলে রেখে দিও-
ওগো পরানের প্রিয়! আর একবার,
শিমুলবাতাস ক্ষণে; প্রাণে দেখিবার-
সাধ জাগে শত শত! ভ্রমর আনিয়ো
তোমার ফুলের পরে, খুশিতে সাজিয়ো-
আমারে মোহিত কোরো যত্ন করিবার;
গৌর রূপখানি, আজ ইচ্ছা লভিবার-
আমার সবুজ স্পর্শ সাদরেতে নিও।


একদিন যাব ভুলে, কমলে কামিনী-
তোমার বাসর ঘরে; সেই সাঁঝবেলা
তোমারে ভাবিতে বসে ভুলিব যামিনী;
পদাবলি ভক্তকুঞ্জে কতই যে খেলা।
যাবে যদি, রেখে যাও- ললাট তিলক;
সেই সাথে দিয়ে যেও, দৃষ্টি অপলক।
          --------