একাকী গেঁথেছ মালা, আজি অপরাহ্নে-
নিপুণ হাতেতে তব; দখিন মুরতি
মেলিয়া, অতি সম্ভাষে- যতনে মিনতি
করিয়াছি যেন; এই মালা কা'র জন্যে?
বেলা চলে যায়! দেখো, সুনয়না কন্যে-
পুষ্পের ধারা আঙিনা মাঝেতে; প্রণতি
তোমার স্নেহ পরশে- সাজিবে শ্রীমতী-
বদন মালার তরে আজি এ অরণ্যে।


সব লোক ফিরে যায়, দিন বুঝি শেষে!
আসিছে নামিয়া দূরে- ঘনান্ধ রজনি;
তোমার গাঁথা মালিকা, হাতে অবশেষে...
কেহ তো সাজিল না! ও গলেতে সজনি,
তবু মালা গেঁথে যাও আপনার ছলে-
পারিব কি ওই মালা দিতে তব গলে!
            -------