গোপনে কেঁদেছি আমি, শ্রাবণের মতো-
বসে থেকে শূন্য ঘরে! আকাশের তলে
দুর্ভাবনার আগুন; বুক মাঝে জ্বলে-
আমার অনুভবেতে- সেই নষ্ট ক্ষত।
স্মৃতিলেখা ইমারতে- নিত্য বোঝাপড়া
বসন্ত বাতাসে। সাথি করেছি বিরহ
বেদনার আঁখি বর্ষণ; শতেক দুঃসহ-
মলিন জীবনখানি, অভাবেতে গড়া।


ভুলে গেছি আমি! স্বপ্ন দেখার শপথ-
তোমার দুয়ার দিয়ে মোর চলাচল;
আমারে যে চিনিয়েছ, আঁধারের রথ;
জীবন কঠিন বড়ো, সদা কোলাহল।
তোমার ভাবনা আজি স্বপ্নিল আবেশে-
নীলিমায় চেয়ে ফিরি, শুধু ভালোবেসে।
        ---------