পরাজয়ে মাথা নত, এই সভ্যতার
সত্যের পথেতে; আজ সবে দেউলিয়া,
হারানো বালুকা পথে; হৃদয় মাতিয়া-
রেখেছে সমাজে দেখি, আড়াল মিথ্যার!
শিক্ষা মানবতা শূন্য, পরাজিত মন!
সবেতেই মগ্ন দেখি- আপন পূজারী
মাতাল ঘ্রাণেতে আজ; পূর্ণিমা শর্বরী-
প্রতিবাদে রচিয়াছে শুধু সমর্পণ।


আজ, তাই- শ্রদ্ধা করি, একা নিদ্রাহীন!
মৃত্যু শ্মশানখানি- দেখি রিক্ত বুকে;
মুখে কোনো কথা নেই, জীবন নবীন-
সুবিনম্র চিত্তময়; আজ বড়ো সুখে
শব্দহীন পথ চলি, মন অভিশাপে-
রক্ত মাঝে মোর সৃষ্টি- সুখের উত্তাপে।
           --------