বসি বাগদেবীতলে, বিদ্যাতে নৈবেদ্য-
উলুধ্বনি আয়োজনে- কত উচ্চরব!
শিশুসাথি ভাবনায়, নিবেদিত সব
পুষ্পমালা বিদ্যাহার; তাহাতেই সদ্য
দুহাত করেছি জড়ো, শুদ্ধ প্রতিপাদ্য-
সুবাক্য সুকণ্ঠ প্রতি! অধীক নীরব
আমার সাফল্য ক্ষণে তুমি পরাভব;
তোমাতেই নিবেদিত চিত্ত-হৃদিবাদ্য।


পূজা অন্তে, একে একে সবে ফিরে যায়-
নিভেছে  প্রদীপ! হয় আয়োজন ম্লান-
বিদ্যার প্রার্থনাখানি সহজে মেলায়!
একা দেবী প্রতীক্ষাতে- সরস্বতীপ্রাণ
নহে মন্ত্র, নহে পুষ্প, হৃদে করো সার;
বিদ্যার সুরভী তুমি সেই অলঙ্কার।
           -------