সেদিন সহাস্যে! পথ চলিবার কালে-
পাশাপাশি দেখা; ভ্রমে দেখিলাম তারে
একবার, আমারেও দেখিল সে আঁড়ে।
কত রূপ সোনামুখে! ঝরে পরে গালে,
নয়ন যুগল মাঝে; কতই প্রত্যাশা-
প্রণয় মিতালি যেন তব সারা গায়ে,
শীতের শিশির যেন বাঁধা আছে পায়ে;
বিশ্বময় সংসারেতে অবাক জিজ্ঞাসা।


চলিতে পথের মাঝে, অপরের সাথে-
প্রভাত রোদের মতো হেসে উঠেছিল;
আবেগে নজর গেল- তার উচ্ছ্বাসেতে,
অচেনা সে মনখানি শুধু মেতেছিল।
তাহার চোখের পরে বাঁধা পড়ি আমি-
শুধু বলেছিল মোরে- 'ভালো আছো তুমি'।
           ---------