আজ মশাল জ্বালাব! শহীদ স্মরণে-
বাংলার মাটিতে গান; ভাসে অশ্রুগীতি
আকাশে বাতাসে নব! সেদিনের স্মৃতি-
রাখিব অমর করি; শত রক্ত ঋণে
শহীদ আখ্যান 'পরে সবার মননে,
দিয়েছ প্রাণ; ভোলোনি সমাজের প্রীতি,
বাতাসে প্রলয় গান, দূর হয় ভীতি;
আজ নহে অবিনত- শত অপমানে।


আজ সবে গেয়ে ওঠো- বিজয়ের গান!
নতুন সুরয দেখি পট-ভাঙা বুকে;
প্রভাতফেরির তরে কত অবদান।
বঙ্গের প্রতিটি কোণে, থাকি শুধু সুখে;
বজ্রকণ্ঠে ঘোষণা যে- 'অমর একুশে'
স্মৃতিচারণ মোহনা, ভাষা ভালোবেসে।
          ----------