আমি যে স্বীকার করি, আমার দৈন্যতা
সকল। তোমাতেই যা ছিল ঢেকে রাখা
প্রণয়ের অঙ্গিকার; প্রবহ মুগ্ধতা
সে সকল, সেদিনের প্রিয় দীপ্তিমাখা।


জানি তুমি বেঁচে আছো! তবুও জীবনে
জীবন নেই। একান্তে মৃতদের স্তূপ
হয়ে আছ। ঘুমঘোরে প্রত্যাশী প্লাবনে,
কত জ্বালা বুকে নিয়ে- একাকী নিশ্চুপ।


অন্ধকার দূরে চলে যায়, আলো দল
ফিরে ফিরে আসে; নিজে থেকে দায়বদ্ধ।
জনম, জীবন বটে! যত করো ছল-
মোহিনী জীবন পটে আমি যে আবদ্ধ।


একরাশ ব্যথা দূর, ভুল বোঝাবুঝি
আজ মোহনায় পুনঃ এ জীবন খুঁজি।
             ----------