আমার কাছে, তোমার গুরুত্ব অনেক।
তোমাকে জানাই শ্রদ্ধা, করি কুর্নিশও!
অধ্যাপিকা, হাসি-মন, নওতো সাবেক;
গবেষিকা, জ্ঞানলব্ধ বাংলা সাহিত্যেও।
একদিন বলেছিলে- আবেগে ভীষণ,
'সুপাত্র দেখোতো বন্ধু, এ মনের মতো'
মনেতে ইচ্ছা- সাজিবে বধূর ভূষণ;
যতদিন গেছে, তাকে খুঁজেছি হয়তো!


সম্প্রতি পেয়েছ তাকে, ভেবেছ ভবিষ্যৎ!
তোমার সকল কথা করো ভাগাভাগি-
(দুরভাষে) কথা হয় শুধু রাতজাগি।
আমারে ভুলেছ দেখি আজি অকস্মাৎ।
জীবনে চলার পথ বড়ো মহিমার!
হাতটি ধরার আগে, ভেবো একবার।
          ---------