নিশীথে স্বপনসমা- সুন্দর প্রকৃতি
তুমি! সেদিনের দেখা, সে মুরতি খানি
অবগুণ্ঠনেতে; আজি চাহো আভা টানি-
পুজার অঞ্জলি ছলে; তোমারে মিনতি
করি- অবিরাম দৃষ্টি পথে, দীপ্ত জ্যোতি
দেখেছি নয়ন মাঝে; আঁখিদৃষ্টি আনি-
ভকতি ঢেলেছি কত, প্রাণ জানাজানি!
ভাবনা জমিতে থাকে- তোমাতেই অতি।


জানি শুধু রয়ে যাবে- এই চিত্রপট
কমল বিনোদ সনে; একাকী সঙ্গমে
তোমারে বাসিব ভালো গভীরে! প্রকট
ভাবনায় বেলা কাটে অতি দৃষ্টিভ্রমে।
অপলকে চেয়ে থাকা, নিশীথের 'পরে-
তোমারে বেসেছি ভালো- আপন অন্তরে।
              ---------