বসিয়া একান্তে আজি, কোন কথাখানি
ভাবিছ প্রেয়সী মোর! এই নদীকূলে-
বসন আলগা করি একা এলোচুলে।
নদীর প্লাবন সব- কুয়াশায় টানি
উদাস ললাটে, দৃষ্টি গভীরতা আনি-
গাছের ছায়ায়; দেখি পূর্ণাভ বিরলে,
রঙিন আঁচল মেলি- প্রিয়জন ভুলে
তোমার এ দৃষ্টি জুড়ে! সম্ভ্রমতা মানি।


সহসা পড়িলে উঠে, পিছনে আঁচল-
লুটাইছে যেন দেখি; নদীর মতন
তোমার চুলের ধারা কতই পিছল।
নদীকূলে আমি দেখি, প্রণয় রতন-
আজিকে প্রভাতবেলা, নদীকূল পথে-
ধন্য যে হয়েছি জানি তব দৃষ্টি রথে।
         ---------