তোমার এই যৌবন! সে নহে আমার;
কখনই নেব না, সে খোঁজ কোনোদিন!
তোমাতেই ও যৌবন থাক অমলীন-
আমি যা নিয়েছি, সে তো জীবন তোমার।
মোর হৃদয়ে, তোমার জীবন যে হর্ষ!
তোমার জীবনখানি- প্রাণের তরণি
আমার আঁধার ক্ষণে; এ পূর্ণ ধরণি-
আজি শুধু দেবে মোরে- জীবনের স্পর্শ।


এ জীবনে আনিবে না, ও যৌবন বেলা;
পরিণতি, পরিণয় ঘোচে অবেলায়-
তোমার কথা সকল  জীবনের মেলা।
জীবনে জীবন জানি বড়ো মধুময়!
জীবন যৌবন মাঝে কোরো ব্যবধান-
যৌবন বিষের লাগি, জীবন প্রধান।
         -------