ঘরের দুয়ারখানি, বন্ধ করিয়াছ-
আজ নিজ হাতে! জানি, আমারে হেরিয়া
ক্ষণিক বেলার মাঝে, অলক্ষে ধরিয়া
রাখো; সহসা বেলায়- মোরে লভিয়াছ,
তোমার আঁচলখানি পথে বিছায়েছ-
এলোক্ষণে সাঁঝবেলা; মিনতি করিয়া
তুলসী বেদির পরে- বাসনা ভরিয়া
বসন্তপঞ্চমী দিনে, তুমি সাজিয়াছ।


আজি শুভদিনে দেখি- সকল বাসন্তী
তোমাতেই একবার! আমার আসরে
আদিম পলকে এসো, প্রণয় শ্রাবন্তী
আঁখিপাতে বসে থেকো মিলন বাসরে।
ঘরের দরজা ভেঙে আসে দেখি ঝড়,
বসন্তের শুভক্ষণে- জাগিব প্রহর।
            -------