হাজার লোকের ভিড়ে, তুমি অনুপমা
আজ! তোমার মুখের পরে, শত খুশি-
ধারা আঁকা রং তুলিতে; হৃদয় সম্ভাষী
যেন- তব কথা পানে, চাহুনি প্রতিমা
অবেলা চাতুরি সাথে, প্রণয়িনী সমা;
তোমার আঁচল রাঙা গীতিকণ্ঠ রাশি-
সহাস্যে বকুল প্রেম- বক্ষেতে প্রকাশি,
তোমারে হেরিছে সবে, আপন পরমা।


অবশেষে বেলা যায়! ভিড় যায় ভেঙে-
একে একে চলে যায়, যে যাহার দেশে;
আমি বসে স্বপ্ন বুনি, আপনার ঢঙে-
তোমার মুরতি খানি থাকে শুধু ভেসে।
আকাশের শূন্য তলে দেখি শুধু হাসি;
সে রূপ দেখিতে যেন বারেবারে আসি।
             ----------