কোকিলের ডাকে ঘুম ভেঙে গেল আজ,
বসন্তসূচনা লগ্নে; বাহিরে শীতের
অবশিষ্ট শয্যাখানি! আজিকে প্রাতের-
অপেক্ষায় চিরদিন থাকা ঋতুরাজ...
তোমার হলুদ রঙে- কীবা তার সাজ!
এই ভুবনের পারে; আজি বসন্তের
জাগ্রত দুয়ার খানি, স্বর্ণ প্রভাতের-
চেতনা লব্ধ মোহরে পলাশের লাজ।


তোমারে বরণ করি, আজ শুভাশিসে-
সূর্য উদয় প্রভাতে; পুষ্প বীথিকায়
শত স্ত্রোতে, শত কাব্যে, শুধু মিলেমিশে;
মনের মাঝেতে আজি- খুশি চমকায়।
এ ধারায় বসে আজি গাঁথি প্রেমমালা-
বসন্ত গলেতে দিব, মাল্য এই বেলা।
           ------