বয়স তিরিশ হবে, গাত্র শ্যামবর্ণা,
হারিয়ে গিয়েছে বলে - ছোটো বিজ্ঞাপন;
বাড়িতে রয়েছে মেয়ে, করিছে ক্রন্দন-
শত শত আকর্ষণে সে মন মানেনা।
পরনে হলুদ শাড়ি, ললাটে সিঁদুর,
ছবি দেখে মনে হয়- বনেদি ঘরের
আদরের মেয়ে; স্বামী- পথে বিদেশের,
কতদিন আসেনা সে গেছে বহুদূর।


অপেক্ষার অবসান! খবর এসেছে-
'পালিয়ে গিয়েছে বউ পরকীয়া সাথে'
প্রণয় চাহিদা নিত্য, ভালো সে বেসেছে-
অজানায় চলে গেছে, হাত রেখে হাতে।
হায় জননী আমার! - কেঁদে চলে মেয়ে,
প্রতিবেশী এসে দেখে আঁড়ে আঁড়ে চেয়ে।
              --------