ভালো স্বভাব হারায়! মন্দ পরামর্শে-
উদ্দাম, লাগামছাড়া জীবনযাপন;
এ সময়ে নীতিশিক্ষা- নেই প্রয়োজন।
হোটেলেতে জন্মদিন! শিশুদের হর্ষে-
সমাজ গড়ছি সবে, কোথা মূল্যবোধ!
জীবনের লক্ষ্য হল- শুধু উপার্জন,
দেখতে যেওনা ফিরে, পিছনে স্বজন;
একমাত্র ব্যক্তিগত! সদা প্রতিশোধ।


সময় যে নেই কারো, দু'দণ্ড বসার!
আমরা নিজের মতো, শিশু - পরিবার;
সব যেন এলোমেলো! জীবিকা, জীবন-
সব হারিয়েছি মোরা, নেই প্রিয়জন।
জীবন চলছে দেখো- বিলাসিতাময়;
এখনও ফেরা যায়, আছে যে সময়।
           --------