আজ আবার তোমার কথা মনে পড়ে
গেল, অকস্মাৎ ভোরের বেলায়; দুয়ারে
তখনও আঁধারের রেখা; পরপারে
দিগন্ত ছেয়েছে যেন বসুধা অন্তরে।
কোকিল মিলন সুর অসীম নজরে
কত কথা বলে গেল মোরে, চুপিসারে
বিছানা করেছি ত্যাগ অনন্ত বাহারে-
বসন্তসূচনা প্রাণ, এসেছে যে ঘরে।


সারাদিন কেটে যায় কত অছিলায়-
প্রভাতের সমীরণ মনে দেয় দোলা;
বসন্ত আসিলে কেন আমারে ভাবায়!
তুমি যেন মিশে আছ, বসন্তের বেলা।
তাই যেন হয় প্রিয়ে, স্মরণেতে এসো!
সমস্ত বসন্ত জুড়ে- মোরে ভালোবেসো।
         --------