চোখ খুলে আমি দেখি, তুমি বসে পাশে
হে অপরিচিতা! যাত্রাপথে, সীমানায়
এসে ধরা পড়ে গেছি; তব ভাবনায়-
ওই বসন উড়িছে বসন্ত বাতাসে
নীরবেতে অনুভব করি; স্বপ্ন ভাসে
রঙিন প্রাণের পরে; বসন্ত বেলায়-
তোমার বক্ষ আঁচল ধীরে সরে যায়!
বসন্তে স্বপন আঁকি প্রাণ অভিলাষে।


কখন চলে গেছ তুমি, হয়নি খেয়াল!
প্রণয় বাতাস বহে  আগের মতন,
ভাবিতে চলার পথ উথালপাথাল;
মনের ঘরেতে ছিল, বসন্ত স্বপন!
চলে গেছ তুমি, স্পর্শ রেখেছ ক্ষণিক;
বসন্ত বাতাস বহে, স্বপ্ন যে অলীক।
            -------