আজকের দিন এলে, মাথা নত হয়ে
যায়! শুধু মাতৃভাষা বিপ্লবীর জন্য-
ভাষা দাবিতে আমরা পেয়েছি প্রাধান্য!
রক্তের ফিনকি সাথে, স্বাধীনতা বয়ে
দীর্ঘ সংগ্রামে, বন্দিত প্রাণ-ঋণ সয়ে,
স্মৃতির জানালা পথে- তাই তুমি ধন্য!
আঁচলেতে দেশপ্রেম, ভাষাতে বরেণ্য;
আকাশেতে কৃষ্ণচূড়া- আজ বিশ্বলয়ে।


শত কান্না, অভিশাপ- ভুল হয়ে যায়!
শুধু জানি মনে থাকে, একুশের দিন-
স্মৃতির মিনার পথে সেই দেখা পাই;
ঘোচায় শহিদ বেদি সেই ভাষাঋণ-
ভাইয়ের রক্তে ভেজা প্রিয় হাহাকার-
সালাম ও বরকত, রফিক - জব্বার।
            -------