প্রথম কোকিল ডাকে, আমার দুয়ারে-
শীতের শেষের কালে; বসন্তবোধন
আমাতে নিশ্চিত জানি! মনেতে রোদন
জমে আছে শত শত, বলিব কাহারে!
এই পোড়া মনে কেন বসন্ত আমারে
বিষাদ সজ্জিত করে?  করি নিবেদন-
শুভেচ্ছায় ঋতুরাজে, আমার ক্রন্দন
সকলি ভোলাব আজি, তাহার অন্তরে।


এ বারতাপত্র খানি- তোমাকে দিলাম
আজি, বসন্তবাতাসে- সাথে মুঠি ভরে
শতরাঙা পুষ্পরাশি; একাকী পেলাম
নীরবপ্রত্যাশা গুলি হৃদয়ের দোরে।
আমি আজ অপেক্ষায়- বসন্ত কাননে
তোমাকে মাতাব আজি প্রণয়প্রাঙ্গণে।
           ----------