আমার ভূবনে আমি একা, বড়ো একা...
তোমাকে জানাব আমি, সেই একাকীত্ব!
আমি আছি আঁধারেতে- স্বপ্নহীন দেখা,
অভিমান ধরে রাখি; স্মৃতিপটে নিত্য
নির্বাপিত হয় আলো, আপনার কক্ষে!
আমার আলোর দ্বার, দেখি প্রসারিত-
হারানো প্রেমের সাথি আছে এই বক্ষে;
তবুও প্রণয়ক্ষণে আমি আলোকিত।


কখনই আসিবে না, তবুও আশায়
চেয়ে থাকি; দিগন্তেতে- ওই পরপারে!
শুধু ঋণ করে যাই, মোর অসময়
স্বপ্ন দেখাতে আসে; ও ভালোবাসায়
মায়ার বাঁধনে আমি মরীচিকা তরে;
আমার জীবন ঘরে কতই প্রলয়!
            --------