আজ আমি পথ চলি- আমার প্রথম
যৌবনের কিশোরীর পিছে, বৃক্ষশাখে
নবপত্র করিতেছে আহ্বান আমাকে-
চারিদিকে আম্রপুষ্প, শত উপশম;
সেদিনের সে বালিকা আজ পরিণত!
মনে কি পড়েছে তার? বালিকাবেলার-
মিটিমিটি হেসেছিল শুধু একবার;
অবেলায় আজ মাতি সেদিনের মতো।


তখন সে কত ছোটো! বালিকা হৃদয়-
সোনামুখে কত হাসি; লুকিয়ে সজ্জিত
আমাকে ডেকেছিল নীরব বেলায়;
সব ভেবে আজ আমি খুবই লজ্জিত।
আজ তবু হয় ঋণ, আড়ালে চাওয়া-
এই বা কম কীসে বসন্তে পাওয়া।
       ------------