আমাদের দেখা হবে! অন্য কোনোদিন-
অন্য কোথাও আবার; তোমাতে আমাতে
হয়তো, অবেলা প্রান্তে- সুদূর আশাতে
কবিকূলে আপনার; মনের গহিন-
বুক মাঝে জমা আছে একরাশ বোধ,
তোমাতে বলার ছিল কথা কাল্পনিক;
মিলন মেলার মাঝে- স্বপন অলীক,
অনুশোচনা আমার অন্য প্রতিশোধ।


সে কথা ভেবেছি বসে, করেছি অপেক্ষা,
বাদলের জলে ভিজে বাড়ি ফিরে আসা!
মনের প্রবেশ দ্বারে- কতই প্রতীক্ষা
নতুন প্রহর তরে, রাখি ভালোবাসা;
আবার হবে যে দেখা প্রণয় মেলায়-
চলিব তোমার সাথে, গোধূলিবেলায়।
         ----------
**লেখাটি শ্রদ্ধেয় অনিরুদ্ধ বুলবুল, রাবেয়া মৌসুমি ও কবীর হুমায়ুন এর উদ্দেশে।