হে ঋতুরাজ বসন্ত! তোমার যৌবনে-
সমারোহ  মনসাথি, প্রকৃতির দ্বারে
কুহুরব উথলিয়া- শান্ত আগমনে;
পত্র-পুষ্প, বিচিত্রতা! মনে বারেবারে
কলতানে মুখরিত মোর অনুভব;
নব-নবীন পল্লবে, অপরূপ সাজে-
স্নিগ্ধ সবুজ প্রাঙ্গণে- মুখর উৎসব;
প্রকৃতির এ যৌবন আজ বুঝি লাজে।


রঙিন সূর্যকিরণ আজি এ প্রভাতে-
জাগাতে এসেছে জানি কবির দুয়ার!
সকল মনের মাঝে, কত সমাহার-
আমি যে ভাসিব আজি, তাহারই স্রোতে-
হলুদবরণে মোর লেগেছে যে দোলা,
ও বসন্ত! তোমাতেই আজি দ্বার খোলা।
            --------