আজি সাঁঝের বেলায়, নীলাভ আকাশে-
তোমার স্মৃতির মালা, দেখি অভিসারে
অনন্ত সময় জুড়ে; প্রণয়ের দ্বারে-
করি চলাচল, একা বিরহবিলাসে।
আকাশে সাঁঝের তারা দেখি নীলদেশে-
নিশাচর পাখিগুলি চলে সমস্বরে,
দিনের সমাপ্তি হয়, আসে সব ঘরে-
আমার হৃদয় জুড়ে চুপিচুপি ভাসে।


পরপারে জ্বলে দেখি বাতিকূল মালা-
জীবন-মরণ ক্ষণে তারা যে সমান,
এ সুখের সন্ধ্যারাতি মিলায়েছে বেলা;
কার তরে রেখে যাব এই প্রতিদান!
আঁধার ঘনায় মনে, ভুলি সব ঋণ-
আমি যে তোমার প্রেমে এখনো বিলীন।
        ----