সারাদিন আজ দোঁহে- একসাথে থাকা,
সেই কথা সত্য হল! এখন সে ক্ষণ;
তব ঘর ছেড়ে তাই এসে গেছ একা,
তোমারে করেছি পথে আমি নিমন্ত্রণ।
জেগে- ভোরবেলা ওঠা, ব্যস্ত হল মন,
গোপনেতে দেখা হল, শান্ত সে সকালে-
চোখে চোখে কথা হল, হস্ত প্রসারণ-,
কত শান্ত বেশ সাথে! কীভাবে তাকালে!


কাছাকাছি বসেছ যে, বুকে দোলাচল!
লভেছি যে অনুভুতি, দিবাক্ষণলোকে-
তুমিতো সপেছ মন সে প্রথম থেকে;
আমরা নীরব অতি, বহে কোলাহল।
কত ভালো এ জীবন- মনে ভাবি তাই;
তোমারে বসায়ে পাশে সুরে গান গাই।
          ---------