আমার যাবার পথে, বসন্ত বকুল-
পড়েছিল একখানি; কত শোভাময়!
আমারে জানাল প্রীতি- সুখের সময়
আমার দুয়ারে এসে; এ হলুদ ফুল
বসন্ত প্রীতিতে নহে, পলাশ শিমুল-
মোর দাওয়ার ‘পরে; অতীব আশায়
আমি খুশি হয়ে থাকি নিয়ত নিশ্চয়!
বাসনা তরীতে রাখি, হবে না তো ভুল।


ফুলখানি হাতে তুলি, মাথা করি নত,
আদরে দেখেছি তারে- ঘুরায়ে ফিরায়ে;
তাহাতেই মুগ্ধ হই চুম্বনেতে শত...
আদরেতে রেখে আসি- পরান জুরায়ে,
বুঝিলাম--বসন্ত যে করিল আপন;
আমাতে ঘোচাল আজি নীরব স্বপন।
       ----------------