ট্রেনখানি চলে যায়- চোখের পলক
দিয়ে, তোমারে খুঁজেছি সব জানালায়-
নীরবেতে চেয়েছি যে; নবীন কতক
হাজার লোকের ভিড়ে,- তবু তুমি নাই!
মনে হয় তুমি যেন বসে আছো দূরে-
আমারে দেখিয়া বুঝি নাড়িয়াছ হাত
মহিমায়; বেজে ওঠে শব্দ সুরে সুরে
কোথা নাই, তুমি নাই, শূন্য মন পাত।


কত ট্রেন আসে যায় চলে যায় দূরে
আমি শুধু বসে ভাবি মোর অন্তঃপুরে।
প্রথম সেদিন ছিল ট্রেন পথে দেখা
সেই স্মৃতি মন মাঝে আপনেতে রাখা;
যদি কোনোদিন এই পথে যাও সাথি-
আঁচল বিছায়ে এসো হে মোর অতিথি।
     ---------