***শ্রদ্ধেয় শিল্পী কালিকাপ্রসাদের অকাল প্রয়াণে মর্মাহত। তার স্মরণে এই সনেট নিবেদন করলাম।***
-----------------------------------------------------
কিছুতেই মন থেকে ছবিটা মোছেনা
তোমার! আসলে মন জুড়ে থাকা গান-
ছিলে তুমি, বিনামেঘে ডুবিল সাম্পান!
তব কণ্ঠে লোকভাষা সবার প্রার্থনা-
সবাকার ক্লান্তি মনে; সুর কত চেনা
আধমরা গানেতেই! পাগল প্রমাণ
করেছ যে নিজেকেই; রাখো অবদান
ও পল্লির পথে পথে- দোহারেতে জানা।


সেদিন সকাল ছিল বেশ! পলাশের
রঙে ছিল রাঙা, নব দিনে নব প্রাণ-
মাতানো প্রভাত খানি ছিল বসন্তের;
হৃদয় মাঝারে প্রেম বুঝি ম্রিয়মাণ।
তোমার মনের প্রেম ছড়ালে দুর্দিনে-
বাঁশিটা তুলে রেখেছি তোমার স্মরণে।
            --------