দশ বছরের মেয়ে, পথপানে চেয়ে
বসে আছে; বাবা তার আসিবে কখন!
সূর্য ডুবিতেছে পাটে, বহে সমীরণ-
মৃদুমন্দ; সন্ধ্যাবাতি খানি হাতে মেয়ে;
শুকায়েছে আঁখিজল! আঁধারেতে ছেয়ে
শুধু ডুকরে ডুকরে ওঠে বুঝি মন;
নতুন খেলনা পেয়ে মাতিবে ভুবন-
ওই বুঝি বাবা এল- ফেরে গান গেয়ে।


ঘুমন্ত শিশুরে ছুঁয়ে পিতৃধন্য হাত,
নিয়েছে বিদায়- সেই বসন্তপ্রভাতে;
পাখিরব- কাক হয়ে আসিল যে হঠাৎ!
কোলে তুলে আর নয়, অকালের স্রোতে!
কত কথা বলা ছিল, ঘুম থেকে উঠি-
বাবার ফেরার আশে- পথপানে ছুটি...
      -----------------