বহুকাল পরে আজ, উঁকি দিয়ে গেলে-
মোর দোরে; প্রাণমিতা! কত যুগ পরে,
সেই প্রথম ফাল্গুনী মরমি উত্তরে-
শুভ নেশাখানি কাছে এনে, স্পর্শ দিলে
সুরের মোহনা সাথে; অন্তরে আনিলে
ইচ্ছা- মনের একান্তে স্বপনের ঘরে;
কত ঋতু চলে গেছে আড়ালে আসরে-
মনেতে স্বপন শুধু, তুমি কাছে ছিলে।


তুমি যে ভোলোনি, ভাবি- আজি নবপত্রে
ফেরার পথেতে আসি; চেয়েছ ক্ষণিক
সেদিনের ও উৎসবে, গহিনের ছত্রে-
চোখে মোর ফিরে আসে- প্রণয় ঝিলিক;
এসেছ যে মোর দ্বারে, এ বসন্ত ন্যায়!
আমাকে আবদ্ধ করো- প্রীতির ছায়ায়।
      ----------------


# সনেট