তোমার হাসিতে মুক্ত ঝরিছে! বসন্তে
এ রাঙা রোদ্দুরে- আর কোকিলের ভোরে;
পলাশ ছড়ানো মাটি, হাসে সুপ্রভাতে-
কত ছন্দে কত গানে; বাঁশি-বাদ্য সুরে
আজি মনে সুর ওঠে ও ভৈরবী তানে;
আমার আঁধার রাতে, বিষণ্ণ পরশে-
মোর মোহর কুটিরে আগমনি দানে;
বাহুডোরে ভেসে গেছি প্রণয় আবেশে।


সেই হাসি নেই আজ! বড়ো অভিমানী-
মনেতে কঠিন চৈত্র- পরলোকে বাঁধা;
আমার হৃদয় ছুঁতে সেই আগমনি-
তোমাতেই সব গান, তাল সাথে সাধা
আমার বিরহক্ষণ! আঁধার সজ্জায়-
বকুল প্রেমের রাত আজিকে লজ্জায়!
         -------


# সনেট