সমুদ্রকে স্পর্শ করে- শপথ করেছি
আজ! আমার সমস্ত ঋণ নিমজ্জিত
রেখেছি; সকল দেনা শোধেতে নেমেছি!
ফেনল সমুদ্র করি চরণে সজ্জিত;
একদৃষ্টে চেয়ে আছি, দিগন্তের পানে-
শুধুই নবীন প্রাণ- সকল দুয়ারে
আমার; আমারে একা এ সমুদ্র টানে-
বিষাদ ভুলিব আমি নিত্য সমাহারে।


চরণ তুলেছি আমি জলতল থেকে!
পিছনে সমুদ্র ঢেউ, সম্মুখে চেতনা;
আমার প্রতীকগুচ্ছ হেথা দিব এঁকে-
প্রতিজ্ঞা করেছি সবে, প্রণয় সাধনা;
আমার জীবন ইচ্ছা- নয়নে যে ক্ষুদ্র!
প্রলয় আহ্বানে ডাকি- আমার সমুদ্র।
       ----------


# সনেট