আজ দেখি শব্দহীন নগরের ধার!
নেই প্রতীকী মিছিল, প্রতি জনপদে
জেহাদ নেইতো কোনো; নেই অঙ্গীকার-
সকল বাঁধন যেন বিষাদ প্রমাদে।
কলম গিয়েছে থেমে আজ কবি মনে,
শিল্পীর মনেতে নেই চিত্র সমাহার-
কোথা গেল তারা সবে! নেই উচ্চাসনে;
নগর পুড়িছে দেখো- স্তব্ধ রূপকার।


রাজার সুখের দিনে এঁরা ছিল সব-
চাঁদের হাট শোভিত, রাজ দরবারে
খুশির খেতাবে সবে; হাসি কলরব,
মাথায় উঠিত চূড়া রঙিন বাহারে;
এঁরা হয় বুদ্ধিমান! রাজা হলে খুশি-
রাজার পিছনে কথা! কোথা সে সাহসী?
         -----------


# সনেট