প্রতীক্ষায় বসে থাকা! সারাদিনক্ষণ
কেটে যায় স্বাভাবিক; তুমি যে আসবে-
মনে এই বাসনাটি! স্বপ্ন চিরন্তন-
লক্ষ্যে পথে এসে, জানি যে ভালোবাসবে;
একদিন মনপথে তোমার অপেক্ষা,
ব্যর্থ জীবন মাঝে ধরো মোর হাত;
তোমার কাছেতে পাই, জীবনের শিক্ষা-
সেই ইচ্ছাতেই জানি উদিছে প্রভাত।


জানি, একদিন সব দেনা শেষ হবে!
সময় হারাবে এসে, সকল বাঁধায়
তোমার পথেতে; তুমি আমি অপেক্ষায়!
সকল নীরব পথ ভাসে কলরবে;
অজানায় জগৎ মাঝে থাকে শত প্রশ্ন-
অন্ধকারে প্রচ্ছন্ন যে শান্তি এখনও।
     ------
# সনেট