তোমার মাঝেই সুর! জীবন পাওয়া
নব বরিষায়, কথা ও সহজ পাঠে-
গান, নৃত্যে; চেয়ে দেখি ভূবনের মাঠে
তোমার পরান সুরে- মোহিত হওয়া;
কত পরিচয় শেষে ও গান গাওয়া-
মানুষ হয়েছি জানি, চেতনার ঘাটে
তোমার লাবণ্য খুঁজি; প্রেমের ললাটে-
শেষের এ কবিতায় জীবন ছাঁওয়া।


জীবনের সব দান, শুধু থাকে শূন্য
সোনার আঁখির মাঝে আছে শুধু তারা;
তোমার মাঝেতে আজ জীবনের পুণ্য!
প্রতিক্ষণে তুমি আছ এই সসাগরা।
তোমারে প্রণাম করি হয়ে নত মন;
আমার রবীন্দ্রনাথ কতই আপন।
        --------


# সনেট