মা! যেমন দেখি গৃহে, নীলাভ প্রবাসে-
তেমনিই বেঁচে থাকে; একা অধিকারে
তাঁর বিচিত্র জীবনে, সময় বিশ্বাসে-
অনেক কথার; চিন্তা ভাবে বারেবারে!
তাঁর গর্ভ ভেঙে জন্ম একাদশী দিন-
বিনিদ্র রজনি তাঁর রাত বরষায়;
তবু তাঁর ভালোবাসা আঁচলে বিলীন-
চারা গাছে জল দেয় নিজেকে লুকিয়ে।


আজ তারা পরিণত, তার চেয়ে বেশি-
সন্তানের নাম ফোটে বিশ্ব দরবারে;
ভাঙাচোরা ঘরে তাই গালফাটা হাসি!
অভাব আগলে রাখে তার সংসারে-
অবসর বয়সেতে শেষ হয় দিন;
স্বীকার করি নিয়ত তোমার সে ঋণ।
      -------