প্রলয়ের ঝড় ওঠে চৈত্র ও বৈশাখে
নিয়ত; সূর্য ডোবার পর। অন্ধকার
চারিদিকে এসে দানা বাঁধে, মনে হয়
ভয়ে থাকে সব গাছপালারা; নিমেষে
অকস্মাৎ আঁধার মাঝে পাগলের মতো
হতে হয়। অবসান সকল ভাবনা
ও তার অস্তিত্বগুলি। প্রলয় সংগ্রামে
দিক হতে দিগন্তেতে ছড়িয়ে ছিটিয়ে।


অবশেষে থেমে যায়, বিধ্বংসী স্বরূপ
মায়ের আঁচল বেয়ে জল পড়ে নীচে
অনবরত; দক্ষিণ কলরবে আরো
শান্তি এনে দেয় বুকে, সুপ্ত ভাবনাতে
এক পরিণত দিন আসে অবশেষে
বৈশাখ যেন এসেছে তা মনে করায়।
       -----


# সনেট