তোমার এ নীরবতা আমাকে ভাবিয়ে
তোলে; তোমার শূন্যতা আসে অনিবার!
আমাকে যে কষ্ট দেয়, আসে ব্যথা নিয়ে-
প্রত্যাশার এ জীবন বহে বারবার;
জীবনে চেয়েছি আমি কত অধিকার-
আপন করেছ তুমি, তার বিনিময়ে;
সফলতা কামনায় তীব্র প্রত্যাশার!
জন্ম ও মৃত্যুতে আছি ভালোবাসা সয়ে।


আজ সব অধিকার কেড়ে নাও তুমি!
নিজের জন্য রাখি না, তার প্রত্যুত্তর-
এই শূন্যতায় চেয়ে চেয়ে অন্তর্যামী;
প্রাপ্তির স্বপন নিয়ে খেলি চরাচর।
প্রাণ খুলে আজ বলি, এসো অধিকারে-
তোমাকে সাজিয়ে তুলি প্রণয় প্রহরে।
        --------


# সনেট